2019-10-13

পাফার ফিশ

✳️পাফার ফিশ
পাফার ফিশ পৃথিবীর ২য় মারাত্মক বিষাক্ত ভার্টিব্রেট প্রাণী।পাফফারফিশের মারাত্মক চরিত্রের জন্য দায়ী টক্সিনকে বলা হয় টেট্রোডোটক্সিন ।এরা দেহের মধ্যে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে ফেলতে পারে বলেই এদের "বেলুন মাছ" নামে আখ্যায়িত করা হয়।বেলুন মাছ নিশাচর শিকারি। শামুক, সামুদ্রিক আর্চিন, কাঁকড়াই ইত্যাদি জলজ প্রাণীই এদের খাবার।

No comments:

Post a Comment

Featured post

বিবিধ

✳️বিবিধ ১.বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? = চট্টগ্রামকে। ২. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? =সিলেটকে। ৩.১২ আউলিয়ার দেশ বলা হয়? = চট্টগ্রামকে।...

Popular post