✳️পাফার ফিশ
পাফার ফিশ পৃথিবীর ২য় মারাত্মক বিষাক্ত ভার্টিব্রেট প্রাণী।পাফফারফিশের মারাত্মক চরিত্রের জন্য দায়ী টক্সিনকে বলা হয় টেট্রোডোটক্সিন ।এরা দেহের মধ্যে পানি ঢুকিয়ে দেহকে বেলুনের মতো ফুলিয়ে ফেলতে পারে বলেই এদের "বেলুন মাছ" নামে আখ্যায়িত করা হয়।বেলুন মাছ নিশাচর শিকারি। শামুক, সামুদ্রিক আর্চিন, কাঁকড়াই ইত্যাদি জলজ প্রাণীই এদের খাবার।
2019-10-13
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
বিবিধ
✳️বিবিধ ১.বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? = চট্টগ্রামকে। ২. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? =সিলেটকে। ৩.১২ আউলিয়ার দেশ বলা হয়? = চট্টগ্রামকে।...
Popular post
-
✳️বিবিধ ১.বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়? = চট্টগ্রামকে। ২. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়? =সিলেটকে। ৩.১২ আউলিয়ার দেশ বলা হয়? = চট্টগ্রামকে।...
-
✳️পান্ডা পিঁপড়া এটি আসলে কোনো পিঁপড়া নয় । এটি এক ধরনের বোলতা যার দেহ সাদা-কালো এবং যার গোল কালো চোখ রয়েছে। এদেরকে ভেল্ভেট পিঁপড়া ও বল...
-
✳️ কবি সাহিত্যিকদের উপাধি -------------------------------------------------- নাম ------------------------------------------------- উপাধি...
-
✳️গোবরে পোকা আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা। একটা রাইনোসোরাস গুবরে পোকা তার নিজের ওজনের চেয়ে প্রায় ৮৫০...
-
✴️বাওবাব গাছ ‘বাওবাব’ আজব এক গাছ ।এগুলোর গোড়া হয় প্রকান্ড ড্রামের মত গোল আর মোটাও । ‘লাউ’ এর মতো দেখতে বাওবাব গাছের ফল খুব মজাদার যা বা...
No comments:
Post a Comment